আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হলেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ এএম, ১৮ নভেম্বর ২০২১
আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হলেন সৌরভ গাঙ্গুলি

শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর গুঞ্জন উঠেছিল ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হবেন সৌরভ গাঙ্গুলি। তবে সভাপতি নয়, আইসিসির ক্রিকেট কমিটির সভাপতি হয়েছেন সৌরভ গাঙ্গুলি।

সৌরভের ক্রিকেট কমিটি সভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তারই সাবেক জাতীয় দল সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

২০১২ সালে প্রথমবারের মতো আইসিসির ক্রিকেট কমিটির দায়িত্ব পান অনিল কুম্বলে। সেবার ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। 

তিন মেয়াদে টানা ৯ বছর আইসিসির ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন অনিল কুম্বলে। আইসিসির পাশাপাশি কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন অনিল কুম্বলে। এবার আইসিসির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

সৌরভকে আইসিসির ক্রিকেট কমিটির দায়িত্ব দিয়ে আইসিসির চেয়ারম্যান জর্জ বার্কলি বলেন, ‘সৌরভকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরবর্তী প্রশাসক হিসেব তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গত নয় বছরে তার অসামান্য নেতৃত্বের জন্য আমি অনিলকে (কুম্বলে) ধন্যবাদ জানাতে চাই।’

তিন বছরের জন্য আইসিসির ক্রিকেট কমিটির সভাপতি দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি। ২০২৪ সাল পর্যন্ত এ দায়িত্বে থাকবেন বর্তমান দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েড-মার্শকে ছাড়াই অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল

ওয়েড-মার্শকে ছাড়াই অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত

সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ