অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে জায়গা পাননি বিশ্বকাপের দারুণ খেলা উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড এবং অলরাউন্ডার মিচেল মার্শ। তবে দলে ফিরেছেন উসমান খাজা।
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন ব্যাটার উসমান খাজা। সাম্প্রতিক সময়ে শেফিল্ড শিল্ডে দারুণ পারফর্মেন্সের ধারাবাহিকতায় আবারও অস্ট্রেলিয়ার স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।
শেফিল্ড শিল্ডে ৬৭.৩৩ গড়ে করেছেন ৪০৪ রান। স্কোয়াডে ডাক পেলেও একাদশে ঢোকার জন্য ট্রাভিস হেডের সাথে তাকে লড়াই করতে হবে।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন মিচেল সোয়াপসন। অফ স্পিনার নাথান লায়নের বিকল্প হিসেবে তাকে দলে রেখেছে নির্বাচক প্যানেল।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গী হবে মার্কাস হ্যারিস। এছাড়াও দলে ডাক পেয়েছেন ঝাই রিচার্ডসন। শেফিল্ড শিল্ডে দারুণ খেলে দলে জায়গা করে নিয়েছেন রিচার্ডসন।
অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের পেস বোলিংয়ের থাকবেন প্যাট কামিন্স,জশ হ্যাজলেউড এবং মিচেল স্টার্ক। তাই হয়তো একাদশে জায়গা পেতে রিচার্ডসনকে করতে হবে কঠিন লড়াই। রিচার্ডসনের পাশাপাশি ডাক পেয়েছেন আরেক পেসার মাইকেল নেসার।
শেফিল্ড শিল্ডে ভালো করা ক্রিকেটারদের স্কোয়াডে ডাকা হলেও জায়গা পাননি বিশ্বকাপে দারুণ খেলা ম্যাথু ওয়েড এবং মিচেল মার্শ। অ্যাশেজ স্কোয়াড ছাড়াও প্রস্তুতি ম্যাচের জন্যও স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
চলতি বছরের ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে গড়াবে অ্যাশেজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর, অ্যাডিলেড ওভালে।
অস্ট্রেলিয়া স্কোয়াড
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ক্যামরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়া ‘এ’ দল
শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, স্কট বোলান্ড, আলেক্স ক্যারি, হেনরি হান্ট, জস ইংলিস, নিক ম্যাডিসন, মিচেশ মার্শ, ম্যাচ রেনেশা, মার্ক স্টেকেটি, ব্রিস স্ট্রিট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]