অধিনায়ক কেন উইলিয়ামসনের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন পেসার কাইল জেমিসন। মূলত টেস্ট ক্রিকেটে আরও বেশি মনযোগ দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড। তবে এ সিরিজের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন ব্যাটার ডেভন কনওয়ে। এরপর নিজেকে প্রত্যাহার করে নেন কেন উইলিয়ামসন।
স্কোয়াড থেকে তিনজন ছিটকে গেলেও ফিরেছেন লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরুর আগ মুহূর্তে ইনজুরির কারণে বাদ পড়েন তিনি। ভারত সিরিজের আগে সুস্থ হয়ে ওঠায় খেলবেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন নিউজিল্যান্ডের উঠতি পেসার কাইল জেমিসন। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন। মূলত টেস্ট ক্রিকেটে আরও বেশি মনযোগ দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের ভারত সফর। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ এবং ২১ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৫ নভেম্বর থেকে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে কিউইরা। ভারতের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেই ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশকে আতিথ্য দিবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]