ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়েছে কোচ রবি শাস্ত্রী অধ্যায়। ভারতীয় দলের অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে নতুন ভূমিকায় ক্রিকেটের সাথে যুক্ত হলেন রবি শাস্ত্রী। লিজেন্ড ক্রিকেট লিগের কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।
ভারতীয় দলের দায়িত্ব শেষ হওয়ার পর পরই গুঞ্জন উঠেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন কোনো ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত হচ্ছেন তিনি। তবে সে বিষয়ে এখনও কোনো কিছু জানা না গেলেও আপাতত নতুন ভূমিকায় তাকে দেখা যাবে।
সোমবার (১৫ নভেম্বর) লিজেন্ডস লিগ কর্তৃপক্ষ রবি শাস্ত্রীর নিয়োগের বিষয়টি জানানো হয়। তবে কতদিনের জন্য দায়িত্ব নিচ্ছেন তা এখনও জানা যায়নি।
২০২২ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে লিজেন্ডস ক্রিকেট লিগ। এখানে বিশ্বের বিভিন্ন দেশের কিংবদন্তি সাবেক ক্রিকেটাররা অংশ নিবেন। লিজেন্ডস ক্রিকেট লিগে অংশ নিবে তিনটি দল। ভারত, এশিয়া এবং বিশ্ব একাদশ। এ লিগেই কমিশনারের দায়িত্বে থাকছেন তিনি।
এক বিবৃতিতে রবি শাস্ত্রী জানিয়েছেন কিংবদন্তিদের সাথে থাকতে পারায় বেশ গর্বিত বোধ করছেন তিনি।
তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারায় ভালো লাগছে। বিশেষ করে কিংবদন্তিদের সান্নিধ্যে আসা যাবে ভেবে আরও আনন্দ হচ্ছে। তাদের আর কিছু প্রমাণ করার নেই। তবে ব্যাট-প্যাড তুলে রাখার এত বছর পরও তারা কীভাবে লিগ জমিয়ে দেন, তা দেখতেই মুখিয়ে রয়েছি। দারুণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি এ লিগের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]