রঙিন পোষাকে ক্যারিয়ারকে দীর্ঘ করতে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারি। মাত্র ২৭ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এর আগে ২৭ বছর বয়সেই ২০১৯ সালে টেস্টকে বিদায় বলেছিলেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।
মঙ্গলবার (১৬ নভেম্বর) এক টুইট বার্তায় নিজের ক্যারিয়ারকে বিদায় জানানোর বিষয়টি নিশ্চিত করেন উসমান শিনওয়ারি। সেখানে তিনি জানান, সীমিত ওভারের ক্যারিয়ারকে দীর্ঘ করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছেন উসমান শিনওয়ারি। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। পিঠের চোট সমস্যা যাতে দীর্ঘ না হয় সে কারণেই মূলত টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
টেস্টকে বিদায় জানানোর ব্যাপারে উসমান বলেন, ‘আমার ফিজিওকে ধন্যবাদ। পিঠের ইনজুরি কাটিয়ে আমি ফিরেছি। তবে ফিজিও-চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লঙ্গার ভার্সনকে বিদায় বলছি।’
পাকিস্তান জাতীয় দলের মাত্র একটি টেস্ট খেলেছেন উসমান শিনওয়ারি। একটি টেস্ট খেললেও ১৭ ওয়ানডে এবং ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ বাঁহাতি পেসার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]