সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ এএম, ১৭ নভেম্বর ২০২১
সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা নেমেছে রোববার (১৪ নভেম্বর)। বিশ্বকাপের পরের দিনই সভায় বসেছিল ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  এ সভা থেকেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনক্ষণ এবং ভেন্য চূড়ান্ত করেছে আইসিসি।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়ে ৪৫ ম্যাচ। ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও আয়োজিত হবে সমান সংখ্যক ম্যাচ। ম্যাচ আয়োজনের জন্য অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যু চূড়ান্ত করেছি আইসিসি।

আগেই জানা গিয়েছিল ২০২২ সালের ১৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠবে। ১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে অষ্টম আসরের।

অস্ট্রেলিয়ার সাত শহরের বসবে টি-টোয়েন্টি বিশ্ব আসর। এ শহরগুলো হলো- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি।

বিশ্বকাপের সেমি-ফাইনালের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেড ওভালকে। ফাইনাল বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

২০২২ সালের জানুয়ারিতে ঘোষিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। তখনই জানা যাবে কোন দল কোনো গ্রুপে খেলবে। তখন থেকেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা সবগুলো দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি চার দল বৈশ্বিক বাছাই পর্বে খেলে আসবে।

২০২২ সালের ফেব্রুয়ারীতে ওমান এবং জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাই পর্ব। সেখান থেকে চূড়ান্ত হওয়া চার দল খেলবে বিশ্বকাপ।

২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্ট বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ২০২২ সালে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা

বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

ওয়ার্নার বিশ্বকাপ সেরা হবেন, আগেই জানতেন ফিঞ্চ

ওয়ার্নার বিশ্বকাপ সেরা হবেন, আগেই জানতেন ফিঞ্চ

টুর্নামেন্ট সেরা হননি বাবর, হতবাক শোয়েব আকতার

টুর্নামেন্ট সেরা হননি বাবর, হতবাক শোয়েব আকতার