ভারতে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না উইলিয়ামসন 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ এএম, ১৭ নভেম্বর ২০২১
ভারতে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না উইলিয়ামসন 

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে ভারতের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে নিউজিল্যান্ড দল। বিশ্বকাপ শেষে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। 

বিশ্বকাপ মিশন শেষ করে সরাসরি ভারতে গিয়েছে নিউজিল্যান্ড। তাই তো ভারত সিরিজের জন্য আলাদা করে কোনো স্কোয়াড ঘোষণা করেনি কিউইরা। বিশ্বকাপ স্কোয়াড নিয়েই ভারতের মুখোমুখি হবে তারা।

এ স্কোয়াডের নেতৃত্বে ছিলেন কেন উইলিয়ামসন। তবে টেস্ট ক্রিকেটে মনযোগ দেওয়ার জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন। তার পরিবর্তে ভারত সিরিজে দলকে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

উইলিয়ামসন ছাড়াও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন এবং ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরুর আগ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে যান ফার্গুসন। সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ব্যাট দিয়ে নিজের হাতে আঘাত করে ইনজুরিতে পড়েন ডেভন কনওয়ে। এনজেডসি আরও জানিয়েছে, সুস্থ হয়ে যাওয়ায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য লকি ফার্গুসনকে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ এবং ২১ নভেম্বর।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে নিউজিল্যান্ড। এ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ নভেম্বর। দ্বিতীয় টেস্ট মুম্বাইয়ে ৩ ডিসেম্বর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা

বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে নেতৃত্বে বাবর, নেই ভারতের কেউ

৩৩৫ দিন, অস্ট্রেলিয়া শিরোপায় নিশামের দৃষ্টি

৩৩৫ দিন, অস্ট্রেলিয়া শিরোপায় নিশামের দৃষ্টি

নিউজিল্যান্ড সিরিজেও সাকিবের ছুটির আবেদন!

নিউজিল্যান্ড সিরিজেও সাকিবের ছুটির আবেদন!