টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিদায় নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর দলকে টেনে তুলে জয়ের বন্দরে ভেড়ান মিচেল মার্শ। ফাইনালে দলকে জেতানো ইনিংস খেলে হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল। এরপরেই সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন জানান, এবার সবাই মার্শের গুরুত্ব বুঝবে।
ক্যারিয়ার জুড়ে মার্শের ক্যারিয়ারের নিত্য সঙ্গী চোট। চোট কাটিয়ে বারবার দলে ফিরলেও কখনই করতে পারেননি নিয়মিত পারফর্ম। তাই তো একসময় নিজেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার সবাই তাকে ঘৃণা করে। সেই মার্শই অস্ট্রেলিয়ার প্রথম শিরোপা জয়ের নায়ক।
ক্রিজে নেমেই অস্ট্রেলিয়ান বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন তিনি। এতেই খেলায় ফিরে আসে অস্ট্রেলিয়া। এছাড়াও পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারাণ বোলিং করা ইশ সোধিকেও বোকা বানান তিনি। এতেই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ অজিদের হাতে চলে আসে।
ফাইনালে মার্শের এ রকম দারুণ ইনিংস দেখে সাবেক অজি অলরাউন্ডার ওয়াটসন বলেন, ‘চোটের জন্য ও (মার্শ) একাদশে কখনোই থিতু হতে পারেনি। মানুষের আসলে মার্শের দক্ষতা সম্পর্কে কোনো ধারণাই নেই। কিন্তু এখন তাঁরা অবশ্যই বুঝবে।’
তিনি আরও বলেন, ‘এটা আমার দেখা অন্যতম সেরা টি-টোয়েন্টি ইনিংস। ও ছয় মাস ধরেই অস্ট্রেলিয়ার হয়ে দারুণ পারফর্ম করছে, কিন্তু এ ইনিংসটায় সে নতুন করে তার জাত চিনিয়েছে।’
ব্যাটিং অর্ডারে রদ-বদল করে চলতি বছরের জুলাই থেকে তিন নম্বরে খেলছেন মার্শ। প্রথমে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশ্বকাপের দারুণ পারফর্মেন্স করে সমালোচকদের থামিয়ে দিয়েছেন মিচেল মার্শ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]