টি-টোয়েন্টি বিশ্বকাপের হতশ্রী পারফর্মেন্সে ক্ষত না শুকাতেই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান। তাই তো পাকিস্তানের বিপক্ষে সিরিজের নতুন করে শুরু করতে চান বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
সোমবার (১৫ নভেম্বর) মিরপুরে দুপুরে অনুশীলনে আসেন তাসকিন আহমেদ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পাকিস্তানের বিপক্ষে সিরিজের নতুন করে শুরু করতে চান।
এ বিষয়ে তাসকিন আহমেদ বলেন, ‘সত্যি বলতে আশা অনুযায়ী এবারের বিশ্বকাপে আমাদের দলগত পারফরম্যান্স ভালো হয়নি। কিন্তু এটা এখন অতীত। পাকিস্তান সিরিজে নতুন করে শুরু করতে চাই। অবশ্যই কঠিন হবে। আমাদের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগত ব্যর্থতার মাঝে দুর্দান্ত পারফর্ম করে ব্যতিক্রম হয়ে ছিলেন তাসকিন আহমেদ। এ সময় নিজের উন্নতি নিয়েও কথা বলেন তাসকিন। তিনি জানান, উন্নতি দুই-আড়াই মাসে হয়নি। দুই-তিন বছর পরিশ্রম করেই উন্নতি করেছে।
তিনি বলেন, ‘সত্যি বলতে বোলিংয়ে উন্নতির জন্য গত ২-৩ বছর ধরেই প্রসেস চলছে। এটা দুই-আড়াই মাসে হয়নি। এটার জন্য গত ২-৩ বছর ধরে কষ্ট করছি। আগের চেয়ে উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। এখনও প্রসেসেই আছি।’
পাকিস্তানের বোলারদের সাথে নিজের বোলিং নিয়েও কথা বলতে আগ্রহী তাসকিন। তিনি বলেন, ‘তুলনামূলকভাবে আমরা তাদের (পাকিস্তান) চেয়ে পিছিয়ে। কিন্তু আমাদেরও উন্নতি হচ্ছে। যেহেতু একসাথে সিরিজ খেলব, সুযোগ হলে ওদের সাথে কথা বলব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্ব এবং সুপার টুয়েলভ মিলিয়ে ছয় ম্যাচ খেলে ছয় উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। উইকেট শিকারে পিছিয়ে থাকলেও দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]