ওয়ানডেতে পাঁচ বার বিশ্বকাপ জিতলেও টি-টোয়েন্টিতে একবারও বিশ্বসেরা না হতে পারার আক্ষেপে পুড়ছিল অস্ট্রেলিয়া। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বসেরাদের তালিকাতেও নিজেদের নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। তাই তো শিরোপা জিতে বাধভাঙা উল্লাসে ফেটে পড়েছে অজিরা। করে তাদের জনপ্রিয় উৎযাপন।
রোববার (১৪ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।
গ্লেন ম্যাক্সওয়েলের বাউন্ডারি মেরে ৭ বল বাকি থাকতেই দলকে শিরোপা জিতিয়ে দেন। এরপরেই শুরু হয় তাদের বাধভাঙা উল্লাস। শেষ পর্যন্ত শিরোপা উৎসব পরিণত হয়েছিল উন্মাদনায়। উদযাপনের এক পর্যায়ে জুতোয় বিয়ার ঢেলে পান করেন দুই অজি ক্রিকেটার ম্যাথু ওয়েড এবং মার্কাস স্টয়নিস।
মাঠে আনন্দ উৎযাপন শেষে ড্রেসিং রুমে বিয়ার উৎসব শুরু করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় জুতোর মধ্যে বিয়ার ঢেলে পান করছেন ম্যাথু ওয়েড এবং মার্কাস স্টয়নিস।
How's your Monday going? #T20WorldCup pic.twitter.com/7AyODVF4HM
— T20 World Cup (@T20WorldCup) November 15, 2021
অস্ট্রেলিয়ায় জনপ্রিয় এ উৎযাপনের নাম ‘শুয়ি’ (জুতোর ইংরেজি থেকে এই নামকরণ)। সাধারণ অজিরা মনে করে এ রকম উৎযাপন করলে তা খারাপ সময়কে দূরে ঠেলে দেয়। তবে নারীদের জুতো থেকে শ্যাম্পেইন বা বিয়ার পান করলে তা আরও বেশি সৌভাগ্য বয়ে নিয়ে আসে বলে মনে করেন তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]