মঙ্গলবার ঢাকায় আসছেন বাবর-মালিক 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১০ এএম, ১৬ নভেম্বর ২০২১
মঙ্গলবার ঢাকায় আসছেন বাবর-মালিক 

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে সরাসরি ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। তবে দলের সাথে ঢাকায় আসেননি অধিনায়ক বাবর আজম এবং অলরাউন্ডার শোয়েব মালিক। ছুটি কাটিয়ে তারাও দলে যোগ দিবেন বলে জানানো হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই টেস্ট খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। তবে দলের সাথে ঢাকায় আসেননি পাকিস্তানের দুই ক্রিকেটার। তারা মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকায় আসবেন বলে জানিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে দুবাইয়ে থেকে গিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং অলরাউন্ডার শোয়েব মালিক। ছুটি কাটিয়ে দেশে না ফিরে সরাসরি বাংলাদেশের দলের সাথে যোগ দিবেন বলে জানানো হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ স্কোয়াডে থাকা মোহাম্মদ নিজেকে প্রত্যাহার করে নেওয়ার তার বদলি হিসেবে সুযোগ পান ইফতিখার আহমেদ। এছাড়া বাকি সবাই পাকিস্তানের বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন।

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলেও এখনও টেস্ট স্কোয়াড দেয়নি পিসিবি। তাই টেস্ট দলের ক্রিকেটাররা কবে ঢাকায় আসবেন তা এখনও জানা যায়নি।

শুক্রবার (১৯ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২২ নভেম্বর।

সিরিজের দুই টেস্টের প্রথমটি ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ৪ নভেম্বর, ঢাকায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

অবসরে যাওয়ার আগে ভারতে খেলবেন ওয়াহাব রিয়াজ

অবসরে যাওয়ার আগে ভারতে খেলবেন ওয়াহাব রিয়াজ

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে আত্মবিশ্বাসী ইফতিখার

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে আত্মবিশ্বাসী ইফতিখার

সেমি-ফাইনালে নিজের পারফর্মেন্সে হতাশ হাসান আলি

সেমি-ফাইনালে নিজের পারফর্মেন্সে হতাশ হাসান আলি