চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মোটেও ছন্দে ছিলেন না অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এতটাই বাজে ফর্মে ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ তাকে মাঠে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেনি। কয়েকদিনের ব্যবধানে সেই ডেভিড ওয়ার্নার বিশ্বকাপের সেরা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি ছিলেন তিনি।
আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপ দলে যোগ দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আইপিএলের বাজে পারফর্মেন্সের কারণে সবার ধারণা ছিল বিশ্বকাপেও নিজের চেনা ছন্দে ফিরতে পারবেন না ওয়ার্নার। তবে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে বলার মতো কিছুই করতে পারেননি ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ১৪ রান।
তবুও তার উপ আস্থা হারায়নি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচেই আস্থার প্রতিদান দেন ওয়ার্নার। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ রানের এ দুর্দান্ত ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে রান পেলেও পরের দুই ম্যাচে ওয়ার্নারের ব্যাটে ছিল রানখরা। ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে করেন যথাক্রমে ১ এবং ১৮ রান।
সুপার টুয়েলভের শেষ ম্যাচে আবারও ওয়ার্নার জানান দেন হারিয়ে যাননি তিনি। ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে ৮৯ রানের অপরাজিত ইনিংস।
সুপার টুয়েলভে একের পর ফর্ম উঠা নামা করলেও নক আউট পর্বে রানের ফোয়ারা ছুটিয়েছেন ওয়ার্নার। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে করেন ৪৯ রান আর ফাইনালে নিউজিল্যান্ডের করেন ৫৩ রান।
বিশ্বকাপের সাত ম্যাচ খেলে ৪৮.১৭ গড়ে করেন ২৮৯ রান। সাত ম্যাচের তিনটিতেই পেয়েছেন অর্ধশতকের দেখা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]