ভারতের ক্রিকেটের অন্যতম আতুড় ঘর জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ)। ক্রিকেটারদের জন্য অন্যতম আস্থার জায়গা। এতোদিন এনসিএর প্রধান কোচের দায়িত্বে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ হওয়ায় এনসিএ-র দায়িত্ব নিচ্ছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
বেশ আগে থেকেই গুঞ্জন ছিল এনসিএ-র প্রধান কোচের দায়িত্বে আসতে পারেন ভিভিএস লক্ষ্মণ। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এনসিএ-র প্রধান কোচ হিসেবে লক্ষণের নাম নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছে, ক্রিকেটের উন্নয়নে সাবেক ক্রিকেটাদেরই এগিয়ে আসা উচিত।
রাহুল দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরে বিসিসিআই সুত্র জানিয়েছিল, বিসিসিআই সভাপতি সৌরভ এবং সম্পাদক জয় শাহ, দুই জনই লক্ষ্মণকে এনসিএ-র কোচ হিসেবে চাচ্ছেন। শীঘ্রই তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবেও বলে জানান তিনি।
ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত এনসিএ-তে অনূর্ধ্ব ১৯ , ভারত ‘এ’ দল এবং ফর্মের সাথে লড়াই করা ক্রিকেটাররা অনুশীলন করেন। এছাড়াও ক্রিকেটারদের ইনজুরির পর পুনর্বাসনের কাজও এখানেই করা হয়।
মূলত ক্রিকেটারদের জাতীয় দলের প্রস্তুত করার কাজ করে এনসিএ। তাই তো এখানে সাবেক ক্রিকেটারদেরকে কাজে লাগাতে চান বিসিসিআই সভাপতি সৌরভ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]