ভারত টেস্টে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৩ এএম, ১৫ নভেম্বর ২০২১
ভারত টেস্টে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে নিজের হাতে ব্যাট দিয়ে আঘাত করে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ডেভন কনওয়ে। শুধু বিশ্বকাপ নয় ভারত সফরেও থাকছেন না তিনি। তার বদলি হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন ড্যারিল মিচেল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ডের হয়ে দারুণ ছন্দে আছেন ওপেনার ড্যারিল মিচেল। সেমি-ফাইনালে ম্যাচজয়ী ইনিংসও খেলেছেন। এরই পুরষ্কার স্বরুপ ভারতের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি।

বিশ্বকাপ শেষ করেই ভারতের উদ্দেশে রওয়ানা দিবে নিউজিল্যান্ড। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুইটি টেস্ট খেলবে কিউইরা। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্কোয়াড নিয়েই ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তবে টেস্টের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। 

এনজেডসির ঘোষিত টেস্ট স্কোয়াডে ছিলেন না ড্যারিল মিচেল। তবে ডেভন কনওয়ের ইনজুরিতে তার ভাগ্য খুলে গেছে। 

এখন পর্যন্ত পাঁচ টেস্টে খেলে ৫৮ গড়ে করেছেন ২৩২ রান। চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ক্যারিয়ার সেরা ১০২ রানের ইনিংস খেলেন মিচেল।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম বুন্ডেল, ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল সমারভিলে,টিম সাউদি, রস টেইলর, উইল ইয়ং, নিল ওয়াগনার। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বোল্ট-গ্রান্ডহোম ছাড়াই ভারত সিরিজে নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

বোল্ট-গ্রান্ডহোম ছাড়াই ভারত সিরিজে নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

হাত ভেঙে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে

হাত ভেঙে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে

নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টেও নেই কোহলি, নেতৃত্বে রাহানে

নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টেও নেই কোহলি, নেতৃত্বে রাহানে

নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ