ব্যাট-বলে দুর্দান্ত টাইগ্রেসরা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ এএম, ১৪ নভেম্বর ২০২১
ব্যাট-বলে দুর্দান্ত টাইগ্রেসরা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়

ফিল্ডিংয়ে দুর্দান্ত বোলিং করে জয়টা নিশ্চিত করে দিয়েছিলেন জাহানারা-সালমা-নাদিয়া খাতুনরা। ব্যাটিংয়ে বাকি কাজটুকু সারেন দুই হাফ-সেঞ্চুরিয়ান মুর্শিদা খাতুন এবং ফারজানা হক। তুলে নেন ৯ উইকেটের জয়। তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচে দুর্দান্ত জয়ে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা নিয়ে বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ইনজুরির কারণে বাছাইপর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কেলতে পারছেন না তিনি।

শনিবার (১৩ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ দল। বল হাতে জাহানারা-সালমা-নাদিয়া খাতুনদের দুর্দান্ত বোলিংয়ে ৪৬ দশমিক ৪ বলে গুটিয়ে যাওয়ার আগে ১২১ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

বল হাতে ৯ দশমিক ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাদিয়া খাতুন। দুটি করে উইকেট নেন জাহানারা আলম এবং সালমা খাতুন। এছাড়া ঋতু মনি এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।

১২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ১০ রানে উইকেট হারায় বাংলাদেশ। দলের ওপেনার শারমিন আক্তার ব্যক্তিগত ৮ রানে ফিরে গেলে একমাত্র উইকেটটি হারায় টাইগ্রেসরা।

এরপর ফারজানা হককে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাট করেন ওপেনার মর্শিদা খাতুন। বাংলাদেশের এই দুই ব্যাটার ২৫তম ওভারেই ১২৫ রান তুলে জয় নিশ্চিত করেন। ব্যাট হাতে ৬৫ বলে ৫১ রানে মুর্শিদা খাতুন এবং ৬৮ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন ফারজানা হক।

টানা এ জয়ে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সিরিজে শেষ ও তৃতীয় ম্যাচটি মাঠে গড়বে সোমবার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে মেয়েদের গুড়িয়ে দিল টাইগ্রেসরা

জিম্বাবুয়ে মেয়েদের গুড়িয়ে দিল টাইগ্রেসরা

নিগার সুলতানার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে ১৬ জনের স্কোয়াড

নিগার সুলতানার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে ১৬ জনের স্কোয়াড

নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ দলে নতুন দুই মুখ

নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ দলে নতুন দুই মুখ

জ্যোতির সেঞ্চুরি, প্রোটিয়া মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

জ্যোতির সেঞ্চুরি, প্রোটিয়া মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ