বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে আতিথ্য দেয় বাংলাদেশ। র্যাঙ্ক টার্নার ধাঁচের উইকেটে দুই দলকেই এক রকম উড়িয়ে দেয় টিম টাইগার্স। বিশ্বকাপের আগে এ রকম উইকেটে খেলায় মিরপুরের উইকেট নিয়ে তৈরি হয়েছিল সমালোচনা। সে সমালোচনার রেষ কাটতে না কাটতেই আবারও মিরপুরে ফিরছে ক্রিকেট। এবার মিরপুরে বাংলাদেশে প্রতিপক্ষ পাকিস্তান। এ সিরিজের উইকেট আগের থেকে ভালো থাকবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।
শনিবার (১৩ নভেম্বর) মিরপুরে বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আকরাম খান। সেখানেই আসন্ন পাকিস্তান সিরিজের উইকেট নিয়ে কথা বলেন তিনি। জানান, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সিরিজের থেকে উইকেট বেশ ভালো থাকবে।
আকরাম খান বলেন, ‘আশা করি ভালো উইকেট পাবো। এখানে আরেকটা বিষয় হলো, উইকেট বিশ্রাম পাবে। কারণ আমরা চট্টগ্রামেও খেলবো।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে আবহাওয়ার কারণে উইকেটের মান খারাপ হয়েছিল বলে জানান তিনি। আকরামের মতে আবহাওয়ার কারণে ভালো উইকেট তৈরি করা সম্ভব হয়নি।
এ বিষয়ে আকরাম বলেন, ‘আমরা সর্বশেষ যে সিরিজ খেলেছি, ওই সময়ে আমাদের আবহাওয়াই ওই রকম থাকে। তবে এখনকার সময়ে উইকেট আগের থেকে ভালো হয়।’
উইকেটের জন্য ক্রিকেটারদের পারফর্মেন্স খারাপ হয়নি। বরং নিজেদেরকে সঠিকভাবে মেলে ধরতে না পারায় বিশ্বকাপে হতশ্রী পারফর্ম হয়েছে বলে মনে করেন বিসিবির এ পরিচালক।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই বাংলাদেশ দল ফর্মে ফিরবে বলে আশাবাদী বিসিবি পরিচালক আকরাম খান। তার মতে এ সিরিজ দিয়েই ক্রিকেটাররা ফর্মে ফিরবে এবং দেশের জণগণের প্রত্যাশামাফিক পারফর্ম করবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]