বিশ্বকাপ ব্যর্থতার পর টাইগারদের ফিল্ডিং কোচ দক্ষিণ আফ্রিকার রায়ান কুকের সাথে সম্পর্ক শেষ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ শেষে নিজ দেশে ফেরা এ কোচ ঘরের মাঠে টাইগারদের পাকিস্তান সিরিজেও থাকছেন না। তার পরিবর্তে আপাতত লোকাল কোচের মাধ্যমে ফিল্ডিং প্রশিক্ষণ নিবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিসিবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কোচিং স্টাফ.. আপাতত ফিল্ডিং কোচ (রায়ান কুক) আমরা পাচ্ছি না। ওর জায়গায় আমরা নতুন একজন লোকাল দিচ্ছি। এটা (ফিল্ডিং কোচ) নিয়ে আমরা ১৬ তারিখের (মঙ্গলবার) দিকে ফাইনাল করে দেব।’
আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও ২০১৮ সালে টাইগারদের জ্যামাইকা সফরে দলের সঙ্গে যোগ দেন দক্ষিণ আফ্রিকার এ কোচ। সর্বশেষ বিশ্বকাপ ছাড়াও বাংলাদেশ দলের বাজে ফিল্ডিং এবং একের পর এক ক্যাচ মিসের ঘটনায় কুকেক সাথে আর মেয়াদ বাড়াবে না বোর্ড।
আকরাম খান বলেন, ‘ওর (রায়াদ কুক) মেয়াদ শেষ পর্যায়। তো ও এখন আসছে না। ওর চুক্তি মনে হয় রিনিউ হবে না। মানে ওকে আমরা রিনিউ করাচ্ছি না। এ জন্য তাকে আমরা এ ট্যুরে (পাকিস্তান সিরিজ) রাখছি না।’
ঘরের মাঠে রায়ান কুক না থাকলেও বিসিবি অবশ্য বিকল্প উপায় ভেবে রেখেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘এখানে (দেশে) কিছু নাম আছে, যাদের অভিজ্ঞতা আছে। সাথে সাথে আমরা একজন উঁচু মানের ফিল্ডিং কোচ দেখতেছি। আমরা আশা করি, মাস খানিকের মধ্যে পেয়ে যাবো।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]