দীর্ঘ দিন পর তালিবান সরকার ক্ষমতা দখলের পর শঙ্কায় পড়েছিল ক্রিকেট বিশ্বে নতুন শক্তি হয়ে ওঠা আফগানিস্তান। শঙ্কার মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষ দল খেললেও এখনো বন্ধ রয়েছে নারীদের ক্রীড়া ইভেন্ট। তবে এর মাঝে কিছুটা আশার খবর দিলেন আইসিসির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। জানিয়েছেন, নারীদের খেলা বন্ধ করবে না বলে আশ্বস্ত করেছে তালিবান সরকার।
তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে নারী ক্রিকেট বন্ধ হয়ে যায়। শুধু ক্রিকেট নয়, জাতীয় দলের নারী ফুটবলাররা পরিবারসহ আফগানিস্তান ছেড়ে পাড়ি জমিয়েছে বিদেশে। তবে আইসিসির পূর্ণ থাকতে হলে দেশটির নারীদের ক্রিকেট খেলতে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
নারী ক্রিকেট চালু না থাকলে আইসিসির পূর্ণ সদস্য থাকতে পারবে না আফগানিস্তান। ফলে টেস্ট মর্যাদা হারানো ছাড়াও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ হারাতে হবে দেশটির।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে মোহাম্মদ নবি-রশিদ খানদের ভাগ্য নিয়ে সভায় বসবে আইসিসি। তবে তার আগে আশার কথা শোনালেন আইসিসির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। তিনি জানান, তারা (তালিবান) জানিয়েছে, নারী ক্রিকেট কার্যক্রম চলমান।
জিওফ অ্যালার্ডাইস বলেন, ‘তারা (তালিবান) আমাদের বলেছে যে, নারী ক্রিকেট চলছে। তারা আমাদের ইঙ্গিত দেয়নি যে, এটি (নারী ক্রিকেট) বন্ধ হয়ে গেছে। এখন সময়ই বলে দেবে, এটি কীভাবে কার্যকর হয়। আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তনের সময় থেকেই আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, শিগগিরই তাদের কোনো মুখপাত্রের সঙ্গে বসে আমরা আলোচনা করতে পারবো।’
তবে নারী ক্রিকেট চালু করার বিষয়ে সময় বেঁধে দেওয়ার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন আইসিসির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। তিনি বলেন, ‘আমার মনে হয় ওদেরকে এখনো এভাবে (সময় বেঁদে দেওয়া) কিছু বলার মতো সময় হয়নি। আপাতত ওদের বর্তমান পরিস্থিতি কেমন, এ সম্পর্কে ধারণা নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। অনুমানের ওপর নির্ভর করে কোনো কিছু বলা ঠিক হবে না।’
তালিবান সরকার ক্ষমতা নেওয়ার পর শঙ্কা তৈরি হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন নবি-রশিদ খানরা। তবে মেয়েদের খেলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু বলেনি তালিবান সরকার।
জিওফ অ্যালার্ডাইস বলেন, ‘নারীদের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আইসিসির অন্য সদস্যরা আফগানিস্তানকে কীভাবে গ্রহণ করবে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। সাম্প্রতিক অবস্থায় আমরা শুধু বোর্ডের সঙ্গে আলোচনা করতে পারি। আফগানিস্তান আমাদের একটি সদস্য এবং তারা কিছু পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। ওদের ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড যেন দেশের সংবিধানের সঙ্গে মিল রেখে চলতে পারে, সে বিষয়ে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]