ক্যারিয়ারজুড়ে প্রতিপক্ষের বোলারদের জন্য যমদূত হয়ে ছিলেন শিভনারায়ণ চন্দরপাল। ক্যারিয়ারের শুরুর দিকে দৃষ্টিকটু ব্যাটিংয়ের জন্য সমালোচিত হলেও আস্তে আস্তে নিজেকে প্রমাণ করেছিলেন চন্দরপাল। ক্যারিবিয়ান কিংবদন্তি হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেটকে জানিয়েছিলেন বিদায়। আবারও যুক্ত হচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটে, যুব দলের ব্যাটিং পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
২০২২ সালের জানুয়ারিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সে বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ যুব দল। সেখানেই দলের সাথে যোগ দিয়েছেন শিভনারায়ণ চন্দরপাল।
যুব দলের জন্য বেশ তারকা সমৃদ্ধ কোচিং প্যানেল তৈরি করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এখানে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ফ্লয়েড রেইফার এবং বোলিং কোচের দায়িত্বে কার্টলি অ্যামব্রোস। এবার ব্যাটিং কোচের দায়িত্ব নিলেন চন্দরপাল।
চন্দরপালকে নিয়োগ দেওয়ার বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস বলেন, ‘ শিবের (শিবনারায়ণ চন্দরপাল) ক্রিকেট জ্ঞান অসাধারণ। সে কোচিং স্টাফে যোগ দেওয়াটা বেশ দারুণ ব্যাপার। আমাদের সাথে স্যার কার্টলি অ্যামব্রোসও আছে। দারুণ এক কোচিং প্যানেল।’
আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড চন্দরপালের দখলে। ১৬৪ টেস্ট খেলে ৩০ সেঞ্চুরিতে ১১ হাজার ৭৭৮ রান করেছেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটেও বেশ সফল ছিলেন চন্দরপাল। তবে ক্যারিয়ারের অধিকাংশ সময়ে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার ছায়ায় ছিলেন। তাই তো বেশিরভাগ সময় লাইম লাইটের বাইরে ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]