প্রাণঘাতি করোনার কারণে দীর্ঘ দিন মাঠে ছিল না আইসিসির টুর্নামেন্ট। সকল শঙ্কা কাটিয়ে ভারত থেকে সরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেটিও এখন শেষপ্রান্তে। রোববার (১৪ নভেম্বর) নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বিশ্ব আসরের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে নিউজিল্যান্ড। সেমির দ্বিতীয় লড়াইয়ে পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
ফাইনালে ওঠা দুই দল ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো শিরোপার স্বাদ পায়নি। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে রানাস-আপ হয়েছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ, দীর্ঘ ১১ বছর পর আবারও শিরোপা দাবিদার অজিরা। আর এবারই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড -যাদের হাতেই শিরোপা উঠুক না কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। নতুন চ্যাম্পিয়ন দিয়েই নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা।
টুর্নামেন্টের সবচেয়ে ফর্মে থাকা দল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে কোনো ম্যাচ না হেরে সেমি-ফাইনাল নিশ্চিত করলেও সেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বাবর আজমরা।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল ফাইনালে খেলা নিউজিল্যান্ড। তবে ভারতকে হারিয়ে স্বরূপে ফিরে স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে তারা।
ফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। সেবার অস্ট্রেলিয়া উড়িয়েছিল বিজয়ের পতাকা। তবে এবার কার হাতে উঠবে টি-টোয়েন্টি ট্রফি, তা জানতে অপেক্ষা ফাইনাল ম্যাচের।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]