টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই শুরু হয়েছে দলগুলো দ্বিপাক্ষীয় সিরিজের ব্যস্ততা। এবার সে ব্যস্ততায় যুক্ত হয়েছে আয়ারল্যান্ড সফর। সর্বশেষ ২০১৯ সালে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে সেবার দ্বিপাক্ষীয় নয়, খেলেছিল ত্রিদেশীয় সিরিজ। এবার দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।
সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১০ বছর বিরতি দিয়ে ২০২০ সালের মে মাসে টাইগারদের আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে সিরিজ স্থগিত করেছিল দুই বোর্ড। তখন জানানো হয়েছিল কোনো এক সময়ে অনুষ্ঠিত হবে এ সফর।
দুই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিপাক্ষীয় সিরিজ। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি চারটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সময় স্বল্পতার কারণে এবার শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০২৩ সালের কোনো সময়ে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বলে জানানো হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনও সময় নির্ধারণ করেনি কোনো বোর্ড।
সফরের বিষয়ে বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘মে মাসে আমরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবো। ২০২৩ সালের যেকোনো সময় চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আয়ারল্যান্ড সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের সিরিজ আছে। এছাড়াও আয়ারল্যান্ড সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে।’
২০২২ সালের ২৯ মে শেষ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সে সিরিজ শেষ করেই আয়ারল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিবে বাংলাদেশ দল। সেখান থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে টিম টাইগার্স।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]