টেস্ট-ওয়ানডে থেকেও নেতৃত্ব ছাড়তে পারেন কোহলি : শাস্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ এএম, ১৪ নভেম্বর ২০২১
টেস্ট-ওয়ানডে থেকেও নেতৃত্ব ছাড়তে পারেন কোহলি : শাস্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে অচমকাই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বিরাট কোহলি। জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকবেন না তিনি। সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়ায় শেষ হয়েছে টি-টোয়েন্টিতে বিরাট কোহলি অধ্যায়। টেস্ট-ওয়ানডে থেকেও বিরাটের নেতৃত্বও ছেড়ে দিতে পারেন বলে জানিয়েছেন ভারতের সদ্য সাবেক কোচ রবি শাস্ত্রী।

নিজের উপর থেকে কাজের চাপ কমানোর জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে আর দায়িত্ব পালন করতে চান না বলে জানিয়েছিলেন বিরাট কোহলি। তখনই কিছুটা গুঞ্জন উঠেছিল টেস্ট-ওয়ানডের নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন কোহলি। তবে সে যাত্রায় এ গুঞ্জন ধোপে না টিকলেও আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে।

ভারতের সদ্য সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি।

তিনি বলেন, ‘বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল গত পাঁচ বছর ধরে এক নম্বর। সে নিজের ব্যাটিংয়ে মনযোগ দিতে চাইলে টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিতে পারে।’

তবে এ ঘটনা সহসাই ঘটছে না বলে জানান শাস্ত্রী। জানান, ওয়ানডের ক্ষেত্রেও একই কারণে নিজের দায়িত্ব ছেড়ে দিতে পারেন কোহলি।

বলেন, ‘একই ঘটনা ঘটতে পারে ওয়ানডের ক্ষেত্রেও। ও হয়তো বলতে পারে, শুধু টেস্ট অধিনায়কত্বে নজর দেব বলে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ছি। তবে পুরোটাই নির্ভর করছে ওর মানসিক অবস্থা এবং শরীরের ধকল নেওয়ার সামর্থ্যের ওপর।’

বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার বিষয়টি কোনোভাবেই ভুল হবে না বলে জানান শাস্ত্রী। জানান, শুধু বিরাট নন আরও অনেক অধিনায়কই এ রকম কাজ করেছেন। বলেন, ‘এর আগেও অনেক সফল অধিনায়ক নিজের খেলায় বেশি নজর দেওয়ার জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছে।’

২০১৭ সালের জুলাইয়ে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন রবি শাস্ত্রী। দীর্ঘ সাড়ে তিন বছর দায়িত্ব পালনের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। এ সময়ে শাস্ত্রী এবং কোহলি মিলে ভারতের ক্রিকেটকে পৌঁছে দিয়েছে অন্যন্য এক উচ্চতায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

বিশ্বকাপ শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টেও নেই কোহলি, নেতৃত্বে রাহানে

নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টেও নেই কোহলি, নেতৃত্বে রাহানে

রোহিত শর্মা অধিনায়ক, সহ-অধিনায়ক কেএল রাহুল

রোহিত শর্মা অধিনায়ক, সহ-অধিনায়ক কেএল রাহুল

ভারতের বিশ্বকাপ ব্যর্থতার কারণ আইপিএল প্রীতি : কপিল দেব

ভারতের বিশ্বকাপ ব্যর্থতার কারণ আইপিএল প্রীতি : কপিল দেব