টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে না ফিরে নির্ধারিত সময়ের তিনদিন আগেই বাংলাদেশে চলে এসেছে পকিস্তান ক্রিকেট দল। দুবাই থেকে সরাসরি ফ্লাইটে শনিবার সকাল ৮টায় ঢাকা পৌঁছেছে পাকিস্তান দল। বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন বাবর আজমরা।
পাকিস্তান ক্রিকেট দলের ঢাকা আসার কথা ছিল ১৬ নভেম্বর (মঙ্গলবার)। তবে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় তিনদিন আগেই ঢাকা চলে এলো পাকিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশের বিপক্ষে ১৯ নভেম্বর (শুক্রবার) প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠের লড়াই শুরু করবে পাকিস্তান। দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলতে সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান ক্রিকেট দল।
এদিকে, দেশের করোনা পরিস্থিতি অনেকটা উন্নত হওয়ায় পাকিস্তান ক্রিকেট দলকে কোয়ারেন্টিন জটিলতায় পড়তে হচ্ছে না। ঢাকায় আসার পর একদিনের বিশ্রাম শেষে করোনা পরীক্ষা দিয়ে নেগেটিভ হলেই মানতে পারবে মাঠের অনুশীলনে।
সফরে স্বাগতিক বাংলালাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৯ নভেম্বর (শুক্রবার)। আর সিরিজের বাকি দুই অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এছাড়া ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]