দেশে না ফিরে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৩ নভেম্বর ২০২১
দেশে না ফিরে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই থেকে সরাসরি শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পূর্ব সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় তিনদিন আগেই ঢাকা পা রাখছের বাবর আজমরা।

সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ক্রিকেট দলের ছুটি কাটানো ছাড়া আর কোন কাজ নেই। ফাইনালে যেতে পারলে ১৪ নভেম্বর ম্যাচ শেষে একদিন পর ১৬ নভেম্বর ঢাকা আসার কথা ছিল তাদের। এখন ফাইনাল নিশ্চিত করতে না পারায় স্বল্প সময়ের জন্য তারা আর দেশেও ফিরছেন না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় আসবে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমান অবতরণ করবে।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। ঢাকায় পা দেওয়ার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলন করতে পারবেন সফরকারীরা।

সফরে স্বাগতিক বাংলালাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৯ নভেম্বর (শুক্রবার)। আর সিরিজের বাকি দুই অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এছাড়া ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে বিদায় দিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

পাকিস্তানকে বিদায় দিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

কোয়ারেন্টাইন শিথিলে ছোট হচ্ছে টাইগার স্কোয়াড

কোয়ারেন্টাইন শিথিলে ছোট হচ্ছে টাইগার স্কোয়াড

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান