টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আবারও দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত হয়ে উঠবে দলগুলো। এরই ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক সিরিজের মুখোমুখি হবে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
২০২২ সালের জানুয়ারিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে অস্ট্রেলিয়ায় আতিথ্য নিবে নিউজিল্যান্ড। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি টি-টোয়েন্টি খেলবে দুইদল।
একই বছরের মার্চে আবারও মুখোমুখি হবে দুইদল। সেবার বিশ্বকাপের প্রস্তুতি নিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে অস্ট্রেলিয়া। যদিও একই সময়ে অজিদের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে।
মার্চে পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। প্রথমে টেস্ট সিরিজ হওয়ায় ভিন্ন একটি টি-টোয়েন্টি দল নিউজিল্যান্ড সফর করবে।
নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দলের দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে দুই বোর্ড।
এছাড়াও ২০২১-২২ মৌসুমে গ্রীষ্মকালীন সময়ের নিজেদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড। এ সময় ঘরের মাঠে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি টেস্ট সিরিজ খেলবে কিউইরা। সীমিত ওভারের সিরিজের নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দুই দল।
নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর-সূচি
ওয়ানডে
১ম ওয়ানডে- ৩০ জানুয়ারি,২০২২, পার্থ
২য় ওয়ানডে- ২ ফেব্রুয়ারি, ২০২২, হোবার্ট
৩য় ওয়ানডে- ৫ ফেব্রুয়ারি,২০২২, সিডনি
একমাত্র টি-টোয়েন্টি- ৮ ফেব্রুয়ারি, ২০২২, ক্যানবেরা।
অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর-সূচি
১ম টি-টোয়েন্টি- ১৭ মার্চ, ২০২২, ওয়েলিংটন
২য় টি-টোয়েন্ট- ১৮ মার্চ, ২০২২, ওয়েলিংটন
৩য় টি-টোয়েন্টি- ২০ মার্চ,২০২২, নেপিয়ার
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]