টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই ভারতের উদ্দেশে উড়াল দিবে নিউজিল্যান্ড। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি খেলবে দুই টেস্ট। টি-টোয়েন্টি সিরিজের না খেলা বিরাট কোহলি খেলছেন না প্রথম টেস্টে। তার বদলি হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অজিঙ্কা রাহানে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছে বিরাট কোহলি। মূলত টানা খেলার ধকল থেকে নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের উপর থেকে চাপ কমানোর জন্য ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। এরপরেই নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুধু বিরাট কোহলি নয় প্রথম টেস্ট থেকে আরও বিশ্রাম পেয়েছেন রোহিত শর্মা,জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামি।
চলতি বছরের ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট শুরু ৩ ডিসেম্বর। প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন কোহলি।
ভারত স্কোয়াড
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, অক্ষর প্যাটেল,জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]