টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে পাকিস্তানে অপ্রতিরোধ্য যাত্রা থামিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষে তাসমানের পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল অজিরা।
সুপার টুয়েলভে সবগুলো ম্যাচ জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। অপরদিকে রানরেটের মারপ্যাঁচে পড়ে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে সেমি-ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। নক আউট স্টেজে এসে নিজেদের জয়রথ ধরে রাখতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভেঙেছে ২০০৯ এর বিশ্ব চ্যাম্পিয়নদের।
বুধবার (১০ নভেম্বর) প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে তাসমানের পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ড। তাই তো দ্বিতীয়বারে মতো ক্রিকেটের বৈশ্বিক আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে তাসমান পাড়ের দুই দেশ। ২০১৫ সালের ফাইনালে মুখোমুখি লড়াইয়ে ওয়ানডে বিশ্বকাপের শিরোপাটা নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবারও শিরোপা নিজেদের করে নিবে কিনা তার জানতে অপেক্ষার করতে হবে রোববার (১৪ নভেম্বর) পর্যন্ত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশন্যাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে মোহাম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজমের ব্যাটে দারুণ ব্যাটিংয়ে অজিদের সিদ্ধান্ত ভুল মনে হতে শুরু করেছিল। দশম ওভারে অধিনায়ক বাবর বিদায় নিলেও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজ করেন ওপেনার রিজওয়ান এবং ফখর জামান। দুইজনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানে থামে পাকিস্তানের ইনিংস।
১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিদায় নেন অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ। এতে বেশ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ঘুরে দাঁড়ানোর আগেই ফিরে যান মিচেল মার্শ। শেষ পর্যন্ত একের পর এক উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে।
এরপরই শুরু হয় মার্কাস স্টয়নিস এবং ম্যাথু ওয়েডের ব্যাটিং ঝড়। দুইজন মিলে গড়ে তোলেন ৪১ বলে ৮১ রানের জুটি। দেখেশুনে শুরু করলেও এরপর ঝড় তোলেন ম্যাথু ওয়েড। অভিজ্ঞতার ভান্ডারে এগিয়ে থাকা স্টয়নিস-ওয়েড ঝড়ে শেষ পর্যন্ত জয়টাই নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ওয়েড করেন ১৭ বলে ৪১ রান। শেষ পর্যন্ত এ ইনিংসই পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়ায়।
পুরো টুর্নামেন্টে উড়তে থাকা পাকিস্তানকে মাটিতে নামলো তাসমান পাড়ের অস্ট্রেলিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষে তাসমান পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ট্রান্স-তাসমান লড়াই, কে জিতবে শিরোপা, তার উত্তরের অপেক্ষা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]