মাঠে নামতে প্রস্তুত রিজওয়ান-মালিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ এএম, ১২ নভেম্বর ২০২১
মাঠে নামতে প্রস্তুত রিজওয়ান-মালিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং অলরাউন্ডার শোয়েব মালিককে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে সব শঙ্কা কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত দুইজন।

বুধবার (১০ নভেম্বর) সেমি-ফাইনালের আগের দিন দলের সাথে অনুশীলন করেননি শোয়েব মালিক এবং মোহাম্মদ রিজওয়ান। পরে জানা যায়, দুইজনই জ্বরে আক্রান্ত। তাই তো ধারণা করা হয়েছিল সেমি-ফাইনালে থাকছেন রিজওয়ান এবং মালিক।

জ্বরে আক্রান্ত হওয়ার পর মোহাম্মদ রিজওয়ান এবং শোয়েব মালিক, দুইজনেরই করোনা টেস্ট করানো হয়। তবে করোনা টেস্টে নেগেটিভ আসায় তাদেরকে আলাদা করে আইসোলেশনে যেতে হয়নি। তখন জানানো হয়েছিল বৃহস্পতিবার (১১ নভেম্বর) ফিটনেস টেস্টে পাস করতে পারলেই নামতে পারবেন তারা।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদ রিজওয়ান এবং শোয়েব মালিকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপরেই তাদের খেলার জন্য ফিট বলে ঘোষণা করে মেডিকেল বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ বিষয়ে পাকিস্তান দলের ম্যানেজয়ার মানসুর রানা জানান, দুই ক্রিকেটারই মাঠে নামার জন্য প্রস্তুত।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্ম আছেন শোয়েব মালিক এবং মোহাম্মদ রিজওয়ান। তিন ম্যাচের ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বয়সকে শুধুই একটি সংখ্যা বলে প্রমাণ করেছেন শোয়েব মালিক।

অপরদিকে পুরো বছর জুড়েই দূর্দান্ত ফর্মে থাকা রিজওয়ান এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়াও চলতি বছর টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে রানের মালিকও তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে হটাতে বাবরের প্রয়োজন ৫৬ রান

কোহলিকে হটাতে বাবরের প্রয়োজন ৫৬ রান

মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে পাকিস্তান

মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত মালালার স্বামী

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত মালালার স্বামী