টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করে নিউজিল্যান্ড। বছর দুয়েক পরে এসে সেই ইংল্যান্ডকেই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে কিউইরা। তবে দারুণ এক জয় পেলেও উচ্ছ্বাসহীন ছিলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম।
কিউই ওপেনার ডেরিল মিচেলের অপরাজিত ৭২ রানের ইনিংসের পাশাপাশি জিমি নিশামের ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে জয় পায় কিউইরা। নিশামের ওই ঝড়ো ইনিংস না হলে হয়তো এবারও জয় বঞ্চিত হতো নিউজিল্যান্ড।
বুধবার (১০ নভেম্বর) আবুধাবিতে জিমি নিশাম যখন ব্যাটিংয়ে নামেন তখন নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ২৩ বলে ৫৯ রান। একদম ধরাছোয়ার বাইরে থাকা ম্যাচ নিজেদের করে এনে দেন নিশাম। তবে দলকে জয়ের বন্দরে ভেড়ানোর আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।
ডেরিল মিচেলের ছক্কায় যখন নিউজিল্যান্ডের ডাগ আউট জুড়ে তৈরি হয়েছিল উল্লাস, তখন উচ্ছ্বাস প্রকাশ না করে একদম চুপ হয়ে বসেছিলেন জিমি নিশাম।
Jimmy Neesham didn't move. pic.twitter.com/jbZrrQS4zX
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 10, 2021
এ ঘটনা ক্যামেরায় বন্দি হতে সময় নেয়নি। এরপরেই নিশামের চুপচাপ বসে থাকার ছবি টুইট করে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। সেখানে ক্রিকইনফো লিখে, ‘জিমি নিশাম একটুও নড়ছে না।’
এ টুইটটি অবশ্য নিশামের নজর এড়ায়নি। তিনি রিটুইট করে লিখেন, ‘কাজ কি শেষ হয়েছে? আমার তো মনে হয় না।’
Job finished? I don’t think so. https://t.co/uBCLLUuf6B
— Jimmy Neesham (@JimmyNeesh) November 10, 2021
হয়তো ফাইনালে একেবারে নিজেদের শিরোপা উল্লাসটাই করতে চেয়েছেন জিমি নিশাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]