দলের অবিশ্বাস্য জয়েও উচ্ছ্বাসহীন নিশাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ এএম, ১২ নভেম্বর ২০২১
দলের অবিশ্বাস্য জয়েও উচ্ছ্বাসহীন নিশাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করে নিউজিল্যান্ড। বছর দুয়েক পরে এসে সেই ইংল্যান্ডকেই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে কিউইরা। তবে দারুণ এক জয় পেলেও উচ্ছ্বাসহীন ছিলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম।

কিউই ওপেনার ডেরিল মিচেলের অপরাজিত ৭২ রানের ইনিংসের পাশাপাশি জিমি নিশামের ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে জয় পায় কিউইরা। নিশামের ওই ঝড়ো ইনিংস না হলে হয়তো এবারও জয় বঞ্চিত হতো নিউজিল্যান্ড।

বুধবার (১০ নভেম্বর) আবুধাবিতে জিমি নিশাম যখন ব্যাটিংয়ে নামেন তখন নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ২৩ বলে ৫৯ রান। একদম ধরাছোয়ার বাইরে থাকা ম্যাচ নিজেদের করে এনে দেন নিশাম। তবে দলকে জয়ের বন্দরে ভেড়ানোর আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।

ডেরিল মিচেলের ছক্কায় যখন নিউজিল্যান্ডের ডাগ আউট জুড়ে তৈরি হয়েছিল উল্লাস, তখন উচ্ছ্বাস প্রকাশ না করে একদম চুপ হয়ে বসেছিলেন জিমি নিশাম।

এ ঘটনা ক্যামেরায় বন্দি হতে সময় নেয়নি। এরপরেই নিশামের চুপচাপ বসে থাকার ছবি টুইট করে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। সেখানে ক্রিকইনফো লিখে, ‘জিমি নিশাম একটুও নড়ছে না।’

এ টুইটটি অবশ্য নিশামের নজর এড়ায়নি। তিনি রিটুইট করে লিখেন, ‘কাজ কি শেষ হয়েছে? আমার তো মনে হয় না।’

হয়তো ফাইনালে একেবারে নিজেদের শিরোপা উল্লাসটাই করতে চেয়েছেন জিমি নিশাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

অধিনায়কত্ব চালিয়ে যেতে চান মরগান

অধিনায়কত্ব চালিয়ে যেতে চান মরগান

সেমি-ফাইনালে অনিশ্চিত পাকিস্তানের মালিক-রিজওয়ান

সেমি-ফাইনালে অনিশ্চিত পাকিস্তানের মালিক-রিজওয়ান

আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ

আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ