মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ এএম, ১২ নভেম্বর ২০২১
মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেটকে ঢেলে সাজাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। তার হাত ধরেই পাকিস্তানে ছেলের ক্রিকেটের চলছি উন্নতি। এরই ধারাবাহিকতায় নারীদের ক্রিকেট নিয়েও কাজ করা শুরু করছে রমিজ রাজা। নতুন পরিকল্পনা অনুযায়ী নারীদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট শুরু করবেন বলে জানিয়েছেন রমিজ রাজা।

বিশ্বের প্রায় সব দেশেই এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেট বেশ জনপ্রিয়। পুরুষদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট প্রায় সব দেশে হলেও নারীদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নাই বললেই চলে।

ইংল্যান্ডে চলতি বছরের শুরু হওয়া দ্য হানড্রেড এবং অস্ট্রেলিয়ায় নারীদের বিগব্যাশ ছাড়া আর কোনো টুর্নামেন্ট হয় না। সে ধারা ভেঙে নারীদের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের চিন্তা ভাবনা করছে পিসিবি।

এশিয়ার প্রথম দেশ হিসেবে ফ্রাঞ্চাইজিভিত্তিক নারী টি-টোয়েন্টি লিগ আয়োজন করে সবাইকে চমকে দিতে চান পিসিবি সভাপতি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নারী পিএসএল আয়োজনের চিন্তা করছি আমি। ভারতীয় বোর্ড আগ্রহ প্রকাশ করলেও এখনও তা বাস্তবায়ন করতে পারেনি। প্রথম এশিয়ান দেশ হিসেবে আমরা এটা করবো।’

শুধু তাই নয়, বয়সভিত্তিক পর্যায়েও পিএসএল আয়োজনের কথাও ভাবছেন তিনি। এ বিষয়ে বলেন, ‘২০২২ সালের অক্টোবরে অনূর্ধ্ব- ১৯ পর্যায়েও পিএসএল আয়োজন করা হবে। আমি অধীর আগ্রহ নিয়ে আছি। কারণ আমরাই এটা প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত মালালার স্বামী

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত মালালার স্বামী

আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ

আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ

প্রথম পূর্ণ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

প্রথম পূর্ণ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

কোয়ারেন্টাইন শিথিলে ছোট হচ্ছে টাইগার স্কোয়াড

কোয়ারেন্টাইন শিথিলে ছোট হচ্ছে টাইগার স্কোয়াড