সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের হয়ে বল করার সময় আশরাফুলের বোলিং অ্যাকশনে সন্দেহ হয়।
বুধবার (১০ নভেম্বর) জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের ম্যাচে আশরাফুলের একটি বল নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট খেললেও কখনও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়নি। তবে একটি বল নিয়ে সমস্যা হওয়ায় বিষয়টি নিয়ে আশরাফুলকে সতর্ক করা হয়েছে।
রিভিউ কমিটির প্রধান নাসির আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি (আশরাফুলের বোলিং অ্যাকশন) নিয়ে আলোচনা চলছে। জৈবসুরক্ষা বলয়ে থাকার কারণে তার বোলিং অ্যাকশন দেখা সম্ভব হচ্ছে না।'
সাভারের বিকেএসপিতে চট্টগ্রাম বনাম বরিশালের ম্যাচে আশরাফুলের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা ধরা পড়ে। এ ম্যাচে ১০ ওভার বোলিং করেন আশরাফুল। ১০ ওভার বোলিং করলেও ৩৯ রানে দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি। ম্যাচটি চট্টগ্রাম বিভাগ ইনিংস এবং ৭৪ রানে জিতে নিয়েছে।
চলমান ২৩তম জাতীয় ক্রিকেট লিগে খেলা চার ম্যাচেই বল করেছেন মোহাম্মদ আশরাফুল। চার ম্যাচে ৮ উইকেট শিকার করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]