সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের মার্চে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। তবে এ সফরের যেতে রাজি নন কয়েকজন অজি ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের টেস্ট অধিনায়ক টিম পেইন। তবে কোন কোন ক্রিকেটার পাকিস্তান সফর করতে চাননা তা জানাননি তিনি।
চলতি বছরের সেপ্টেম্বর নিরাপত্তার অজুহাতে সিরিজ শুরুর একদিন আগে হঠাৎ করেই পাকিস্তান ছাড়ে নিউজিল্যান্ড। এ ঘটনার জেরে সফর বাতিল করে ইংল্যান্ড। তখন ধারণা করা হয়েছিল আর কোনো দলই হয়তো পাকিস্তান সফরে রাজি হবে না। তবে সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তান সফর করতে রাজি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফর করে অস্ট্রেলিয়া। এরপর থেকে নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ ২৩ বছর পাকিস্তানে পা রাখেনি অজি ক্রিকেট দল।
২০২২ সালের মার্চে পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে তাদের। অস্ট্রেলিয়ার বেশিরভাগ ক্রিকেটার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কয়েকজন এ সফর করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
এ বিষয়ে অজি টেস্ট কাপ্তান পেইন বলেন, ‘দলের কয়েকজন সদস্য বোর্ডের এ সিদ্ধান্তে খুশি। বাকিরা নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানতে চায়। সত্যি বলতে কয়েকজন সদস্য সফরে যেতে চাচ্ছে না।’
২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছিলেন টিম পেইন। সে সফরে নিজের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল পাকিস্তান। সেবার নিরাপত্তা ব্যবস্থায় বেশ খুশি হয়েছিলেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক।
এ বিষয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তা আমি আগে কখনও দেখিনি। আমাদের মাথার উপর হেলিকপ্টার ছিল। চারপাশে প্রায় ৫ কিলোমিটারের মতো রাস্তা বন্ধ ছিল। নিরাপত্তার বিষয়টি সত্যিই অসাধারণ ছিল।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]