আইসিসির অক্টোবর সেরা আসিফ আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ এএম, ১০ নভেম্বর ২০২১
আইসিসির অক্টোবর সেরা আসিফ আলি

ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চলতি বছরের শুরু থেকে মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কারের প্রচলন করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি বছরের অক্টোবর সেরার পুরষ্কার নিজের করে নিয়েছেন আসিফ আলি।

আইসিসির অক্টোবর সেরা হওয়ার দৌড়ে ছিলেন সাকিব আল হাসান, ডেভিড ভিসা এবং আসিফ আলি। সবাইকে পিছনে ফেলে এ পুরষ্কার নিজের করে নিয়েছেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলি।

মঙ্গলবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। নারী বিভাগে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আয়লারল্যান্ডের ক্রিকেটার লরা ডেলানি।

বিশ্বকাপ দলে আসিফ আলির সুযোগ পাওয়া নিয়েই প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত আসিফ আলির ব্যাটে ভর করে দুই ম্যাচে জয় তুলে নেয় পাকিস্তান। দুই ম্যাচে এই রকম ম্যাচ উইনিং পারফর্মেন্সের কারণে মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কারও নিজের করে নিয়েছেন আসিফ।

চলতি বছরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথমবার জুলাইয়ে মনোনয়ন পেয়ে সেরা ক্রিকেটারের খেতাবও জিতে নিয়েছিলেন তিনি। তবে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েও সেরা ক্রিকেটার নির্বাচিত হতে পারেননি তিনি।

অপরদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছিল নামিবিয়া। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নিশ্চিত করেছে সুপার টুয়েলভ। নামিবিয়ার সুপার টুয়েলভে উঠার পিছনে প্রধান কারিগর ছিলেন ডেভিড ভিসা। তবে এরপরেও মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হতে পারেননি তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

পাকিস্তানকে নিয়ে সতর্ক নিয়ে অস্ট্রেলিয়া : মিচেল মার্শ

পাকিস্তানকে নিয়ে সতর্ক নিয়ে অস্ট্রেলিয়া : মিচেল মার্শ

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি