টানা দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আত্মবিশ্বাসী হলেও বিশ্বকাপে তার ছিটে ফোটাও দেখাতে পারেনি। তাই তো ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার তৌহিদ হৃদয় জানিয়েছেন, ভালো-খারাপ যাই হোক না কেন দল ঘুরে দাঁড়াবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠার লক্ষ্যে সাত ক্রিকেটারকে দলে ডাকার পরিকল্পনা করছে বাংলাদেশ দল। সে লক্ষ্যে ক্রিকেটারদেরকে নিয়ে শুরু হয়েছে অনুশীলন। সেখানেই নিজের কথা জানিয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তৌহিদ হৃদয়।
তৌহিদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটাকে আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ হিসেবে অনুভব করছি। ভালো খারাপ হতেই পারে, ইনশাআল্লাহ্ দল ঘুরে দাঁড়াবে।’
জাতীয় দলে ডাক পেলে সুযোগ কাজে লাগাতে চান বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘সুযোগ পাওয়া বা না পাওয়া আমার হাতে নেই। আমার কাজ হল অনুশীলন। এখানে সুযোগ কাজে লাগাতে চাই। জাতীয় দলের পরিবেশ ও সুযোগ-সুবিধা ভালো করে কাজে লাগানোর চেষ্টা করছি।’
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পরের দিন থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাত ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন এ সাত ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করা হচ্ছে তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে তৌহিদ হৃদয় বলেন, ‘যে ৭ জন এসেছি, কেন এসেছি তা নির্বাচকরা জানেন। আমাদের মূল কাজ মনোযোগ বাড়ানো। রেঞ্জ হিটিং অনুশীলন হচ্ছে।’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলদেশ দল ভালো পারফর্ম করবে বলে মনে করেন তৌহিদ হৃদয়। বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে আমরা ভালো দল। এত সহজে আমাদের হারাতে পারবে না। তারপরও আমাদের কঠিন সময় যাচ্ছে। আমরা যদি সেরাটা দিয়ে খেলতে পারি, ইনশাআল্লাহ্ ভালোভাবে ঘুরে দাঁড়াব।’
মঙ্গলবার (৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ছিলেন তামিম ইকবাল। তামিমের সাথে অনুশীলন করার অভিজ্ঞতাও জানান তৌহিদ।
বলেন, ‘তামিম ভাই সবসময় প্রেরণা দেয়। সবসময় ভালো ভালো কথা শুনি। কীভাবে আরও ভালো করব, পরের ধাপগুলোতে কী কী মোকাবেলা করা লাগতে পারে।’
এছাড়াও পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির সম্পর্কে ধারণা পেয়েছেন তিনি। ম্যাচের আগের এসব ধারণা মাঠে ভালো করতে সাহায্য করে বলেও জানান। ‘তামিম ভাই শাহীন শাহ আফ্রিদি সম্পর্কে বলছিল; প্রথম ছয় বলের ভেতরে ইয়র্কার মারবে। এসব ছোট ছোট তথ্য আগে থেকে পেলে মাঠে গিয়ে খেলা সহজ হয়। সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যখন এরকম কিছু পাই, অবশ্যই প্রেরণা পাই।’- বলেন হৃদয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]