ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্বে সঞ্জয় বাঙ্গার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ এএম, ১০ নভেম্বর ২০২১
ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্বে সঞ্জয় বাঙ্গার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। নিজেদের শিরোপা খরা কাটাতে এ সিদ্ধান্ত নিয়েছে র‍্যাঙ্গালুরু দল কর্তৃপক্ষ।

টুইটারে সঞ্জয় বাঙ্গারকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সঞ্জয় বাঙ্গারের আগে হেড কোচের দায়িত্বে ছিলেন মাইক হেসন। বর্তমানে তিনি ব্যাঙ্গালুরুর ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পালন করবেন।

এক বিবৃতিতে ব্যাঙ্গালুরু জানিয়েছে, ১৫তম আসর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্বে থাকবেন বাঙ্গার। এছাড়াও মাইক হেসন ব্যাঙ্গালুরুর ক্রিকেট অপরাশেন্সের দায়িত্বে থাকবেন।

ব্যাঙ্গালুরুর সাথে প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন না বাঙ্গার। এর আগে এ ফ্রাঞ্চাইজির ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এবার হেড কোচের দায়িত্ব পেয়ে খুশি তিনি।

বাঙ্গার বলেন, ‘দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি! এর হেড কোচ হওয়াটা অবশ্যই অনেক সম্মানের। এখানে আমি আগেও অসাধারণ প্রতিভাবানদের সাথে কাজ করেছি। সামনে কাজ করার অপেক্ষা করতে ইচ্ছা করছে না। আমি আরসিবির ভক্তদের বলব, আমরা আইপিএল ট্রফি জিততে প্রতিজ্ঞাবদ্ধ।’

তবে আপাতত মেগা নিলামে চোখ রাখছেন সঞ্জয় বাঙ্গার। তিনি বলেন, ‘মেগা অকশনে আমাদের অনেক কাজ করতে হবে। আশা করি আমরা ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফদের সহায়তা করতে পারব। অকশন নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। আমরা একটি শক্তিশালী স্কোয়াড বানানোর চেষ্টা করছি।’

মেগা নিলাম থেকে শুধু দল গঠন নয়, নতুন নেতৃত্বের খোঁজেও থাকবেন বাঙ্গার। ইতিমধ্যে ব্যাঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন বিরাট কোহলি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিশ্বকাপ ব্যর্থতার কারণ আইপিএল প্রীতি : কপিল দেব

ভারতের বিশ্বকাপ ব্যর্থতার কারণ আইপিএল প্রীতি : কপিল দেব

কোহলিও নিজেকে ‘ব্যর্থ অধিনায়ক’ ভাবে : মাইকেল ভন

কোহলিও নিজেকে ‘ব্যর্থ অধিনায়ক’ ভাবে : মাইকেল ভন

আইপিএল ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিবেন শাস্ত্রী

আইপিএল ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিবেন শাস্ত্রী

১৫তম আসরেও ধোনিকে চায় চেন্নাই

১৫তম আসরেও ধোনিকে চায় চেন্নাই