এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। বাজে পারফর্মেন্সের এ কারণ খুঁজে বের করতে ‘রিভিউ কমিটি’ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সদস্য বিশিষ্ট এ কমিটিতে আছেন বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস এবং এনায়েত হোসেন সিরাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবে এ কমিটি। তাদের সাথে কথা বলে দলের বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে বের করবে।
সবার সাথে কথা বলে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ বিসিবির কাছে জানাবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
তবে কতদিনের মতো প্রতিবেদন জমা দিতে হবে সে বিষয়টি নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কমিটির সদস্য জালাল ইউনুস সংবাদমাধ্যমকে আগেই জানিয়েছিলেন রিভিউ কমিটি গঠন করার কথা ভাবছে।
জালাল ইউনুস বলেন, ‘আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মতো করার আলোচনা হয়েছে। তারা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, সাংবাদিক, এমনকি যারা খেলা দেখতে গেছেন, তাদের সঙ্গেও কথা বলতে পারেন।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]