আগেই নিশ্চিত হয়েছিল ভারতের বিদায়। নামিবিয়ার বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে নেমেছিল ভারত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভ থেকেই ফিরে যাচ্ছে ভারত।
সোমবার (৮ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে শেষবারের মতো টস করতে নেমেছিলেন তিনি। এছাড়াও এটি ছিল অধিনায়ক হিসেবে তার ৫০তম ম্যাচ।
টস হেরে ব্যাট করতে নামা নামিবিয়া শুরু থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলা শুরু করে। তবে দুই ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দন অশ্বিনের বোলিং তোপে বেশিদূর আগাতে পারেনি তারা।
ইনিংসের ৫ম ওভারে বিদায় দলীয় ৩৩ রানে বিদায় নেন নামিবিয়ান ওপেনার মাইকেল ভ্যান লিনজেন। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ বলে মোহাম্মদ শামির কাছে ক্যাচ দেন তিনি।
এরপর থেকেই নিয়মিত বিরতিএ উইকেট হারাতে থাকে নামিবিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান তোলে। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অলরাউন্ডার ডেভিড ভিসা। ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন জাদেজা এবং অশ্বিন।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল শুরু থেকেই নামিবিয়ার উপর চড়াও হয়ে খেলতে শুরু করে। ৩৭ বলে ৫৬ রান করে ফিরে যান রোহিত শর্মা।
রোহিত শর্মা যখন প্যাভিলিয়নে ফেরেন তখন স্কোরবোর্ডের ভারতের সংগ্রহ ছিল ৮৬ রান। তখনই প্রায় নিশ্চিত হয়েছিল ভারতের জয়। তিন নম্বরে ব্যাট করতে নামা সুর্যকুমার যাদবের সাথে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান ওপেনার লোকেশ রাহুল।
এ ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয়েছে রবি শাস্ত্রীর সাথে ভারতের চুক্তির মেয়াদ। পরবর্তী নিউজিল্যান্ড সিরিজ থেকে ভারতীয় দলের কোচ হিসেবে যোগ দিবেন সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]