জেসন রয়ের বিশ্বকাপ শেষ, বদলি জেমস ভিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৯ নভেম্বর ২০২১
জেসন রয়ের বিশ্বকাপ শেষ, বদলি জেমস ভিন্স

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন ওপেনার জেসন রয়। বা পায়ের পেশির চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি। তার বদলি হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক ওপেনার জেমস ভিন্স।

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন জেসন রয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে রানিং বিটুইন দ্য উইকেট করার সময় ইনজুরিতে পড়েন তিনি। পরে সতীর্থ এবং ফিজিওর কাঁধে ভর কর মাঠ ছাড়েন রয়।

তখনই বিশ্বকাপে জেসন রয়কে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক ইয়ান মরগানও জানিয়েছিলেন ছিটকে যেতে পারেন জেসন রয়।

বিশ্বকাপের অতিরিক্ত সফর সঙ্গী হিসেবে দলের সাথে ছিলেন আরেক ইংলিশ ওপেনার জেমস ভিন্স। আইসিসি টেকন্যাল কমিটি জেসন রয়ের বদলি হিসেবে তাকে খেলানোর অনুমতি দিয়েছে। বিশ্বকাপের শুরু থেকেই দলের সাথে বায়ো-বাবলে থাকায় তাকে আলাদা করে কোয়ারেন্টাইন করতে হবে না।

জেমস ভিন্স এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ১৯ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি খেলেছেন। জেসন রয় ছাড়াও ইংল্যান্ড স্কোয়াডে ইনজুরিতে ভুগছেন পেসার টাইমাল মিলস।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে ১২৩ রান করেছিলেন জেসন রয়। এ সময়ে একটি অর্ধ শতকও করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :