সেমি-ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করবে ভারত। বিশ্বকাপ শেষ হতে না হতেই আবারও ঘুরে দাঁড়ানোর মিশনে নামতে হবে। কারণ ২০২২ সালেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এবারের ব্যর্থতা ঘুচিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করার জন্য ভারতীয় দলের প্রতি পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
ইনজুরি সমস্যার কারণে বোলিং করতে পারছেন না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফলে একাদশে তার জায়গা একজন ব্যাটার হিসেবে। তবে ভালো করতে হলে এক-দুইজন অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর পরামর্শ দিয়েছেন এ সাবেক ক্রিকেটার।
হার্দিক পান্ডিয়ার ইনজুরির কারণে বোলিং না করায় ভারতীয় দল ছয় বা সাত নম্বরের বোলারের সংকটে ভুগছে বলে জানান তিনি। দলের জয়ের জন্য এ সমস্যার সমাধান করা জরুরি বলে মনে করেন তিনি।
লক্ষ্মণ বলেন, ‘আপনাকে এমন দুই জন ব্যাটার নিতে হবে, যারা আপনাকে দুই ওভার বোলিং করে দিবে। এটা অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
অস্ট্রেলিয়ার ভিন্ন কন্ডিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন লক্ষ্মণ। এছাড়াও ভারতীয় বোলিং লাইন আপকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য ভালো মানের অলরাউন্ডার খুঁজে বের করে আনার উপরও জোর দেন তিনি।
বলেন, ‘আপনাকে এমন ব্যাটার খুঁজে বের করতে হবে, যে বোলিংও করতে পারে। কারণ আপনার যদি ছয় বা সাত নম্বর বোলার থাকে, তাহলে অধিনায়ক হিসেবে আপনার ওপর কোনো চাপ থাকবে না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]