প্রাণঘাতি করোনা কেড়ে নিয়েছিল মাঠে বসে খেলা দেখার সুযোগ। তবে সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। চলতি মাসেই শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছে দর্শক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনও আনুষ্ঠানিক বার্তা না দেওয়া হলেও সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।
বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ওই সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবে দর্শক। তবে পুরো গ্যালারিতে দর্শক থাকছে না। স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।
বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সোমবার (৮ নভেম্বর) সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন। তবে মাঠে প্রবেশে দর্শকদের থাকতে হবে করোনা টিকা নেওয়ার বাধ্যবাদকতা।
সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল। এরপর আর বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে মাঠে বসে ক্রিকেট দেখতে পারেননি দর্শকরা।
কোভিড পরিস্থিতির মধ্যে বিদেশের মাঠে ক্রিকেটে দর্শক ফিরলেও বাংলাদেশে ছিল গ্যালারি ফাঁকা। করোনাভাইরাস মহামারির মাঝে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে আতিথ্য দিলেও বিসিবিকে পুরো গ্যালারি ফাঁকা রাখতে হয়েছে।
দেশের করোনভাইরাস মহামারির পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় মাঠে দর্শক ফেরানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী বলেন, দেশের কোভিড পরিস্থিতি এখন অনেকটাই ভালো। কোয়ারেন্টিন ক্ষেত্রে সরকারি বাধ্যবাধকতা অনেক কমে গেছে। তাই এখন আমরা মাঠে দর্শক ফেরাতে চাই।’
মাঠে বসে খেলা দেখার সুযোগ দিলেও মানতে হবে করোনা প্রটোকল। পূর্ণবয়স্কদের দুই ডোজ করোনা টিকা নেওয়া ক্ষেত্রেও থাকবে বাধ্যতাবাধকতা।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, গ্যালারির ধারণক্ষমতার ৫০ ভাগ টিকেট ছাড়া হবে। যাদের করোনার টিকা নেওয়া আছে তারা মাঠে ঢুকতে পারবেন। তবে বাচ্চাদের জন্য এটা প্রযোজ্য হবে না।
চলতি নভেম্বরের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]