চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মোহাম্মদ হাফিজ। মূলত তরুণদের সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
পাকিস্তানি গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশ সফরে নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিতে চান। এ কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। হাফিজের বদলি হিসেবে দলে সুযোগ পেতে পারেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার ইফতিখার আহমেদ।
সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। সেবার বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে দ্বিশতক করেছিলেন তিনি। এবারও পাকিস্তান স্কোয়াডে থাকার কথা ছিল তার। তবে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশে আসছেন না তিনি।
ইতিমধ্যেই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে পাকিস্তান। যদি পাকিস্তান দল ফাইনালে খেলার সুযোগ পায়, তাহলে রোববার (১৪ নভেম্বর) অনুষ্ঠিতব্য ফাইনাল শেষ করেই ঢাকায় আসবে পাকিস্তান দল।
বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে আসায়, ধারণা করা হচ্ছে বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান দল। তবে হাফিজ সরে দাঁড়ানোয় স্কোয়াডে পরিবর্তন আসতে পারে।
চলতি বছরের ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৬ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৪ নভেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ঢাকা। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]