আমি যেখানে আছি, অনেকের কাছে এটাই স্বপ্ন : রাব্বি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০৯ নভেম্বর ২০২১
আমি যেখানে আছি, অনেকের কাছে এটাই স্বপ্ন : রাব্বি

স্কোয়াডে ডাক পেয়ে বারবারই অভিষেকের অপেক্ষায় ছিলেন ব্যাটার ইয়াসির আলি রাব্বি। অভিষেক না হলেও টেস্ট ম্যাচে কয়েকবার ফিল্ডিং করেছেন তিনি। জাতীয় দলে ডাক পেয়েও অভিষেক না হওয়ার জন্য কোনো আক্ষেপ নেই বলে জানান বাংলাদেশের তরুণ এ ব্যাটার।

বিশ্বকাপ ব্যর্থতার পর দল নিয়ে নতুন করে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানেই ইয়াসির আলি রাব্বির দেখা মিলেছে।

টেস্ট স্কোয়াডে ডাক পেয়েও অভিষেক না হওয়া ইয়াসির আলি রাব্বিকে এবার টি-টোয়েন্টি দলের বিবেচনায় রাখা হয়েছে। তবে কোন পজিশনে খেলানোর জন্য তাকে চিন্তা ভাবনা করা হচ্ছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ দলের স্কোয়াডে নতুন নন ইয়াসির আলি রাব্বি। এর আগে কয়েকবার স্কোয়াডে ডাক পেলেও অভিষেক হয়নি তার। স্কোয়াডের সাথেই ছিলেন তিনি। সোমবার (৮ অক্টোবর) অনুশীলন শেষে এ নিয়েও কথা বলেছেন তিনি।

বাংলাদেশ দলে অভিষেক না হলেও এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানান ইয়াসির আলি রাব্বি। তিনি জানান, যেখানে আছেন, এটাই অনেকের কাছে স্বপ্ন। রাব্বি বলেন, ‘ যখনই আমি মানসিকভাবে ডাউন হই তখন ভাবি আমি যে জায়গায় আছি তা অনেকের জন্য স্বপ্ন। আমি হয়তো দরজায় আছি, আরেকটু কষ্ট করলে দলে ঢুকতে পারবো। আমি কষ্ট না করলে হয়তো ছিটকে যাবো।’

জাতীয় দলে ডাক পেলে যেকোনো ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত বলে জানান রাব্বি। তিনি বলেন, ‘সবসময় চাই তিন ফরম্যাটে বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে। তবে আমার দলের লক্ষ্যটা যদি এমন হয় আমাকে পাওয়ার হিটিং করতে হবে তাহলে আমি নিজেকে সেভাবে প্রস্তুত করবো এইতো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

বড় একটা চেঞ্জ আসতে পারে : সুজন

বড় একটা চেঞ্জ আসতে পারে : সুজন

টাইগারদের ‘বাঁচাতে’ বিসিবির সুজন-শরণ

টাইগারদের ‘বাঁচাতে’ বিসিবির সুজন-শরণ

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ