জেসন রয়ের ইনজুরি নিয়ে শঙ্কিত ইংল্যান্ড শিবির। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করার সময় রান নিতে গিয়ে বাঁ-পায়ের মাংসপেশিতে টান পান জেসন রয়। তাই বিশ্বকাপের নক-আউট পর্বে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শনিবার (৬ নভেম্বর) শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে রানের জন্য দৌঁড় দেন রয়। এ সময় তার মাংসপেশিতে টান পড়ে। কোনোভাবে রান নিলেও, এরপর আর একা উঠে দাঁড়াতে পারেননি তিনি। পরে ফিজিও এবং সতীর্থের সহায়তায় খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
১৫ বলে ২০ রান করার পর ইনজুরিতে পড়লে মাঠ ছাড়েন রয়। পরবর্তীতে আর মাঠে নামতে পারেননি তিনি।
ম্যাচ শেষে জেসন রয়ের ইনজুরি নিয়ে কথা বলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান। তিনি বলেন, ‘ওর (জেসন রয়) ইনজুরিটা ভালো মনে হচ্ছে না। আগামীকাল (রোববার) পর্যন্ত অপেক্ষা করবো আমরা। তাকে স্ক্যান করতে পাঠানোর আগে তার চলাফেরা পর্যবেক্ষণ করে দেখা হবে। আমরা আশাবাদী সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। যাতে শেষ এক বা দুই ম্যাচে তাকে পাওয়া যায়।’
ইনজুরির কারণে জেসন রয় আসর থেকে ছিটকে পড়লে, তার পরিবর্তে সুযোগ পেতে পারেন দলের সাথে রিজার্ভ হিসেবে থাকা জেমস ভিন্স।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য ছুতে করতে পারেনি ইংল্যান্ড। ৮ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ হারে ইংলিশরা। তবে এ হারে কোন সমস্যা হয়নি তাদের। তার আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ইংল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]