বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। এরই পরিপ্রেক্ষিতে নিজেদের রেডিও শো থেকে ভনকে অব্যাহতি দিয়েছে বিবিসি কর্তৃপক্ষ।
‘বিবিসি রেডিও ফাইভ লাইভ’- এ মাইকেল ভন এবং ফিল টাফনেল মিলে ‘টাফার্স অ্যান্ড ভন শো’ নামের একটি অনুষ্ঠাব উপস্থাপনা করতেন। বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এ অনুষ্ঠানে থাকছেন না মাইকেল ভন।
সম্প্রতি বর্ণবাদের অভিযোগ তুলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক ইংলিশ ক্রিকেটার আজিম রফিক। ঘটনার শুরু ২০০১৯ সালে, সে সময় ইয়র্কশায়ারের অধিনায়ক ছিলেন আজিম রফিক।
রফিক অভিযোগ করেন, সে সময় মাইকেল ভন কয়েকজন এশিয়ান ক্রিকেটারকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তোমাদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, এ নিয়ে কিছু একটা করা দরকার।’
আজিম রফিক দুইজনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন, তাদের মধ্যে একজন হলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
যদিও মাইকেল ভন নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বৃটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ এ প্রকাশিত নিজের কলামে বলেন, ‘রফিক আমার নাম উল্লেখ করলেও আমি কখনই বর্ণবাদের সাথে জড়িত ছিলাম না।’
তবে বিবিসি ভনের এ বক্তব্য আমলে নেয়নি। বিবিসি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্ণবাদের বিষয়গুলো বিবিসি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে। এ ঘটনার সময় ভন বিবিসির সাথে জড়িত ছিলেন না। এছাড়াও ওই সময়ে ইয়র্কশায়ার কাউন্টি ক্লারের তদন্তের সাথে বিবিসি জড়িত ছিল না। এমনকি সে প্রতিবেদনও দেখেনি বিবিসি। তাই অনুষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ভনকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
আজিম রফিকের এ বক্তব্যের পর ইংলিশ ক্রিকেট জুড়ে চলছে ঝড় বয়ে যাচ্ছে। এ ঘটনার সূত্র ধরে ইয়র্কশায়ার ক্লাবের চেয়ারম্যান রজার হাটন ইতিমধ্যে পদত্যাগ করেছেন।
মাইকেল ২০০৯ সালে বিবিসি রেডিওতে যোগদান করেন। সে বছরই এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান রফিক আজিম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]