ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে প্রতিযোগিতা ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। মাঠে ফিরলেও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অনীহা প্রকাশ করেছেন তামিম।
চলতি বছরের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। হাঁটুর চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। এমনকি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও দীর্ঘদিন টি-টোয়েন্টি দলে না থাকায় বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।
বিশ্বকাপ না খেললেও প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফেরার উদ্দেশ্যে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যান তামিম। তবে ইনজুরি কাটিয়ে নেপালে গেলেও সেখানে ইনজুরিতে পড়েন তিনি। নেপালে খেলার সময় আঙ্গুলে চোট পান এ ওপেনার।
চোটের কারণে এতদিন মাঠের বাইরে ছিলনে তামিম ইকবাল। শনিবার (৬ অক্টোবর) চোট কাটিয়ে দীর্ঘদিন পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে ফেরেন তিনি। মাঠে ফিরে স্বল্প সময় ব্যাটিং অনুশীলন করেন ওয়ানডে অধিনায়ক।
ইনজুরি কাটিয়ে এনসিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। মাঠে ফিরলেও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি খেলবেন না তিনি।
তামিম ইকবাল নিজেই গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন। জানান, পাকিস্তান সিরিজে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তিনি।
চলতি বছরের ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। টি-টোয়েন্টি শেষে চট্টগ্রামে ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]