পাকিস্তান সিরিজে খেলছেন না সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ০৭ নভেম্বর ২০২১
পাকিস্তান সিরিজে খেলছেন না সাকিব

পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। সে ম্যাচে ইনজুরি নিয়েই নিজের কোটার পুরো চার ওভার বোলিং করেন এবং ওপেনিংয়ে নামেন।

ম্যাচ শেষে বিসিবির মেডিকেল বিভাগ তাকে তিনদিনের পর্যবেক্ষণে রাখে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান সাকিব আল হাসান। স্কোয়াডে সাথে অতিরিক্ত ক্রিকেটার না থাকায় তার বদলি হিসেবে কাউকে দলে অন্তর্ভূক্ত করা সম্ভব হয়নি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ ধরনের ইনজুরিতে পড়েছেন। এ কারণে তাকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। 

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে যাওয়া ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না সাকিব আল হাসান।

বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে পড়েন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। বিশ্বকাপ চলাকালীন পিঠের ব্যথার কারণে দুই ম্যাচ মিস করেন তিনি। তবে পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে বলে জানান দেবাশীষ চৌধুরি।

চলতি বছরের ১৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত অস্ট্রেলিয়া-আফগান টেস্ট

স্থগিত অস্ট্রেলিয়া-আফগান টেস্ট

বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ : মার্ক ওয়াহ

বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ : মার্ক ওয়াহ

ডাচ ক্রিকেটের নতুন দায়িত্বে ডেসকাট

ডাচ ক্রিকেটের নতুন দায়িত্বে ডেসকাট

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ