চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারত। স্কটল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে। শুধু জয় নয়, রানরেটেও নিজেদেরকে এগিয়ে নিয়েছে ভারত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামে ভারত। শুরু থেকে স্কটল্যান্ডের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় ওভারেই ওপেনার কাইল কোয়েটজারকে ফেরান পেসার জাসপ্রিত বুমরাহ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটিশরা।
ভারতীয় বোলারদের একের পর এক বোলিং তোপে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড। ভারতের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সামি এবং রবীন্দ্র জাদেজা। দুইজনই ১৫ রান করে খরচ করেন।
৮৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রান রেট বাড়িয়ে নেওয়ার চিন্তায় ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। দুইজন মিলে ৫ ওভারে ৭০ রানের জুটি গড়েন।
দলীয় ৭০ রানের মাথায় ওপেনার রোহিত শর্মা প্যাভিলিয়নে ফিরলে এ জুটি ভাঙে। জয় বন্দর থেকে একটু দূরে থাকতেই ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল। ৮৫ রানে ২ উইকেট হারানো ভারত আর কোনো উইকেট হারায়নি। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক বিরাট কোহলি এবং ব্যাটার সুর্যকুমার যাদব।
ভারতের হয়ে ৫০ রান করেন ওপেনার লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন আরেক ওপেনার রোহিত শর্মা। স্কটিশদের হয়ে মার্ক ওয়াট এবং ব্রাড হুইল একটি করে উইকেট শিকার করেন।
স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৬.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। এতে রানরেটে আফগানিস্তানকে পিছনে ফেলেছে কোহলিরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]