ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ফিরলো বাংলাদেশের প্রথম বহর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৬ নভেম্বর ২০২১
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ফিরলো বাংলাদেশের প্রথম বহর

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানো পর এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোনো জয় পায়নি টাইগাররা। এবারও সেই একই হতাশা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দলের প্রথম বহর।

বিশ্বকাপের প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছিল টাইগার বাহিনী। তবে সুপার টুয়েলভে একটি ম্যাচও জয় পায়নি বাংলাদেশ। এরই মধ্যে দুই ম্যাচে ১০০ এর নিচে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে দেশের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। মোট তিনভাগে ভাগ হয়ে দেশে ফিরবেন ক্রিকেটাররা। প্রথম বহরে ৮ ক্রিকেটার এবং ৪ কর্মকর্তা দেশে ফিরেছেন। 

দ্বিতীয় বহর শুক্রবার রাত ১১ টায় ঢাকায় ফিরবে। তবে দুই বহরের কোনোটিতেই দেশে ফিরছেন না মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ এবং লিটন দাস। এ চার ক্রিকেটার দুবাইয়ে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন।

বাংলাদেশ দলের কোচিং স্টাফদের কেউই দেশে ফিরছেন না। তারা বিশ্বকাপ মিশন শেষ করে ছুটিতে নিজ দেশে ফিরেছেন। 

চলতি বছরের ১২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ পরবর্তী সিরিজের প্রস্তুতি। বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই বাংলাদেশ আসবে পাকিস্তান দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ : মার্ক ওয়াহ

বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ : মার্ক ওয়াহ

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নিগার সুলতানা

বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নিগার সুলতানা