বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ম্যাচে পোলার্ডদের জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৬ নভেম্বর ২০২১
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ম্যাচে পোলার্ডদের জরিমানা

টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছিল। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সে আশা একদমই নিভে গেছে। এ ম্যাচেই জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার আশা শেষ হয়েছে। সেই হতাশার সাথে যুক্ত হয়েছে শাস্তি। স্লো ওভার রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) লঙ্কানদের বিপক্ষে ২০ রানে হেরে এক ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করেতে পারেনি। তাই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

আইসিসির নিয়মানুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের ক্রিকেটারদের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়। 

ম্যাচ শেষে এ বিষয়ে অভিযোগ তোলেন মাঠে থাকা দুই আম্পায়ার আলিম দার এবং ল্যাংস্টন রুজের। তবে অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এরপরেই ম্যাচ রেফারি ডেভিড বুন এ শাস্তি ঘোষণা করেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ এটাই প্রথম স্লো ওভার রেটের কারণে জরিমানার ঘটনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ব্রাভো

আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

বিগব্যাশে নাম লেখালেন উন্মুক্ত চাঁদ

বিগব্যাশে নাম লেখালেন উন্মুক্ত চাঁদ

চাপ নিতে না পারায় ভালো খেলতে পারেনি দল : রশিদ খান

চাপ নিতে না পারায় ভালো খেলতে পারেনি দল : রশিদ খান