আগে থেকেই শঙ্কায় ছিল স্থগিত হবে আফগানিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট। সে শঙ্কায় সত্যি পরিণত হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, টেস্ট খেলার জন্য আফগানিস্তানকে আপাতত অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানাবে না তারা। আফগানিস্তানের তালেবান সরকার মেয়েদের ক্রিকেট বন্ধ ঘোষণা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
কিছুদিন আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তারা ক্ষমতায় আসার পর পরই মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ করে। মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ হলে, অস্ট্রেলিয়া জানায়, তালেবানদের অবস্থান পরিবর্তন না আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে না তারা।
মাস দুয়েক আগে জানানো সে সিদ্ধান্ত এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সিএ। টেস্ট স্থগিত করা হলেও আফগান ক্রিকেটাররা বিগ ব্যাশে খেলতে পারবে। এ নিয়ে কোনো নিষেধাজ্ঞায় পড়ছেন না আফগান ক্রিকেটাররা।
সিএ তাদের বিবৃতিতে বলে, ‘আফগানিস্তান ও বিশ্বজুড়ে মেয়েদের এবং ছেলেদের ক্রিকেট উন্নয়নে কাজ করছে সিএ। বর্তমান অনিশ্চয়তা পর্যন্ত পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত টেস্ট স্থগিত করা জরুরি।’
টেস্ট স্থগিত হলেও বিগব্যাশে আফগান ক্রিকেটাররাও খেলবে বলে আশা প্রকাশ করেছে সিএ। এছাড়াও খুব দ্রুতই তালেবান সরকার মেয়েদের ক্রিকেট খেলার অনুমতি দিবে বলে আশা প্রকাশ করেন।
চলতি বছরের ২৭ নভেম্বর থেকে হোবার্টে অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট আয়োজিত হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে না এ টেস্ট ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]